ব্রিগেডে গীতাপাঠের মাঝেই লক্ষ কণ্ঠে নজরুলের গান!

0
1

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground)লক্ষকণ্ঠে গীতাপাঠ নিয়ে আশাবাদী সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম ও অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। বিজেপি সূত্রে খবর আগামী ২৪ ডিসেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হবে বলে খবর। এবার সেই অনুষ্ঠানেই বিশেষ চমক। বৃহস্পতিবার আয়োজকদের তরফে জানানো হয় যে ওই দিনই ১ লক্ষ কণ্ঠে নজরুল গীতি (Nazrul Sangeet)পরিবেশনের ভাবনা চিন্তাও চলছে। সেইমতো অনুশীলন শুরু হয়েছে।

ক্রিসমাসের আগের রবিবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে বলে সূত্রের খবর। অনুষ্ঠান মণ্ডপ এবং সাংস্কৃতিক মণ্ডপ আলাদা করা হবে। সমবেতভাবে সেই শঙ্খনাদে যোগ দেবেন ৬০-৭০ হাজার মানুষ। সঙ্গে দেওয়া হবে উলুধ্বনিও। কাজি নজরুল ইসলামের গান ‘হে পার্থসারথি’ গাওয়া হবে। ড্রেস কোড হিসেবে ছেলেদের জন্য ধুতি, মেয়েদের জন্য শাড়ি পরার অনুরোধ করা হয়েছে।