তিনঘণ্টাতেও গড়ালো না মেট্রোর চাকা, ভো.গান্তিতে অফিস ফেরৎ যাত্রীরা

0
2

সপ্তাহের মাঝে হঠাৎই বন্ধ দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা (Metro service)। তার থেকেও দুর্ভাগ্যজনক তিনঘণ্টা পার হয়ে গেলেও মেরামতি করে এই রুটে মেট্রো চালানো গেল না। মেট্রো রেল কর্তৃপক্ষ বিকাল পাঁচটাতেও জানাতে পারলেন না কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিক হবে।

সম্প্রতি সপ্তাহের মাঝে বেশ কয়েকদিন কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত হতে দেখা গিয়েছে – কখনও রবীন্দ্রসদন, কখনও শোভাবাজারে পরিষেবা বন্ধ হয়েছে। তার জন্য দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যহত হয়ে গিয়েছে। কিন্তু ঘণ্টাখানেক বা দেড় ঘণ্টার মধ্যে সেই পরিষেবা স্বাভাবিকও হয়েছে। বৃহস্পতিবার সেই পরিষেবাও দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। ২টো ৫ মিনিটে গোলযোগ দেখা যায়। ২টো ১৮ থেকে ব্লক নিয়ে শুরু হয় মেরামতি। কিন্তু তিনঘণ্টায়ও শেষ হল না মেরামতি।

বুধবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে রেলের যাত্রীদের নিরাপত্তা। তারওপর কলকাতা শহরে পরিষেবা বাড়াতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে গড়িয়া-রুবি রুটে মেট্রোর চলাচল। তার আগে দক্ষিণেশ্বর-দমদম রুটে বৃহস্পতিবার বেরিয়ে পড়ল মেট্রোর বেহাল দশার ছবি।