“কোনও প্রভাবশালী ব্যক্তি ফাঁসিয়ে দিয়েছে ওকে। বড় কোনও ষড়যন্ত্রে ভুল করে পা দিয়ে ফেলেছে ও।” এমনই বিস্ফোরক দাবি করলেন, সংসদে তাণ্ডব চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মার কাকা প্রদীপ শর্মা। তাঁর আরও দাবি, এর আগে কোনও অপরাধমূলক কাজ সাগর করেনি। বুধবার সংসদে অধিবেশন চলাকালীন হঠাৎ ভিজিটর গ্যালারি থেকে লাফিয়ে পড়েছিল দুই ব্যক্তি। তাদের মধ্যে অন্যতম ছিল ইঞ্জিনিয়ারিং পাশ করা সাগর।
উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। এরা হল সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। মাইসুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া সাগর। মনোরঞ্জনও মাইসুরুর বাসিন্দা। বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন মহিলা। হরিয়ানার বাসিন্দা ওই মহিলার নাম নীলম সিং। অপরজন মহারাষ্ট্রের অমল শিণ্ডে। ধৃতদের জেরার পাশাপাশি তাঁদের বাড়িতে গিয়েও তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। এহেন পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এল ধৃতদের পরিবারের প্রতিক্রিয়া।
#WATCH | “He has been pulled into it as per a conspiracy by someone who holds a big position,” says Pradeep, maternal uncle of the Parliament breach incident accused Sagar, in UP’s Lucknow pic.twitter.com/g8O2WnA0gr
— ANI (@ANI) December 14, 2023
এই ঘটনার পরেই ধৃত নীলমের মা বলেন, “চাকরি না পাওয়া দীর্ঘদিন খুব চিন্তিত ছিল নীলম। ওর সঙ্গে নিয়মিত কথা হলেও দিল্লির এই হামলা নিয়ে কিছুই জানতাম না। বারবার বলত, এত পড়াশোনা করে চাকরি না পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো।” আরেক অভিযুক্ত ডি মনোরঞ্জনের বাবা অবশ্য দাবি করেন, “আমার ছেলে কোনও ভুল করে থাকলে ওকে ফাঁসি দেওয়া উচিত।” পাশাপাশি সাগরের বাবা রোশন লাল শর্মা দাবি করেছেন, তার ছেলে বেঙ্গালুরুর এক বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করেছে। বেঙ্গালুরুর ওই বন্ধুই ওর মগজ ধোলাই করেছে। এই সবকিছুর মাঝেই এবার বিস্ফোরক দাবি করলেন, “কোনও প্রভাবশালী ব্যক্তির ফাঁদে পা দিয়েছে সাগর। আগে কোনওদিন এমন কাজ করেনি ও। সাগর ষড়যন্ত্রের শিকার।”