রাজভবনের উত্তরে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ফটক’! শান্তিনেকেতনে ফলকের শুদ্ধিকরণ রাজ্যপালের

0
1

কবিগুরুর (Rabindranath Tagore) নামে নর্থ গেটের নামকরণের কথা আগেই জানিয়েছিল রাজভবন (Raj Bhawan)। সেই প্রস্তুতি আরও একধাপ এগোল। শান্তিনিকেতন (Shantinekatan)সফরে এদিন ফটকের নামের ফলক উন্মোচন করে তার শুদ্ধিকরণও করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Anand Bose)। জানা যাচ্ছে রবীন্দ্রনাথের ছবি দেওয়া একটি শ্বেত পাথরের ফলক রাজভবন থেকে নিয়ে এসেছিলেন তিনি। তারই উন্মোচন হয় বৃহস্পতিবার।

আজ সকালে বন্দেভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) চেপে শান্তিনিকেতন পৌঁছন রাজ্যপাল। রথীন্দ্র অতিথি গৃহে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সোজা রবীন্দ্রভবন সংগ্রহশালাতে পৌঁছে যান। সেখানে রবি ঠাকুরের ব্যবহৃত সামগ্রী দেখে অভিভূত হন বোস। এরপর বিশ্বভারতীর প্রসিদ্ধ ছাতিমতলায় পৌঁছন, ঘুরে দেখেন উপাসনা গৃহও। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে পাশে নিয়ে রবীন্দ্রভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, “গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দেশের শুধু নয়, গোটা বিশ্বের গর্ব। তাঁর সৃষ্টি পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। আমি গর্ব বোধ করি এমন বিখ্যাত মানুষের কর্মভূমিতে আসতে পেরে।”এদিন রবি ঠাকুরের প্রিয় ছাতিমতলায় রাজভবনের উত্তর গেটের ফলকের শুদ্ধিকরণ করেন। খুব শীঘ্রই তা কলকাতায় রাজ্যপালের বাসভবনের ফটকে শোভা পাবে।