প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন সূর্য?

0
3

গতকাল দ্বিতীয় টি-২০ ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও থাবা বসায় বৃষ্টি। ৩ বল বাকি থাকতেই শেষ করে দিতে হয় ভারতের ইনিংস। সূর্যকুমার যাদবেরা ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করার পর বৃষ্টি নামে। দুরন্ত ইনিংস খেলেন সূর্য এবং রিঙ্কু সিং। ৫৬ রান করেন সূর্য। ৬৮ রানে অপরাজিত রিঙ্কু। রান পেলেও ম‍্যাচ হেরে হতাশ ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম‍্যাচ শেষে সূর্য বলেন,”প্রথমে আমার মনে হচ্ছিল আমরা যে রান তুলেছি সেটা যথেষ্ট ম্যাচ জেতার জন্য। কিন্তু ওরা প্রথম ৫-৬ ওভার দুর্দান্ত ব্যাটিং করে। সত্যি বলতে গেলে এইরকম ক্রিকেটের কথাই আমরা বলছিলাম প্রথম থেকে। শুধু মাঠে নামো আর নিজের খেলাটা খেলো। ভিজে বলে খেলাটা কঠিন হচ্ছিল, তবে আমি মনে করি এরম পরিস্থিতিতে আমাদের আগামী দিনেও পড়তে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে এটি আমাদের কাছে একটি শিক্ষার মতো। যাই হোক এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু আজ শিখলাম। এবার আমাদের পরবর্তী লক্ষ্য তৃতীয় ম্যাচ। ওটাতে আমাদের জিততেই হবে সিরিজে কামব্যাক করতে হলে।”

প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম‍্যাচ খেলবে ভারতীয় দল। প্রথম ম‍্যাচ বৃষ্টির জন‍্য ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম‍্যাচে জয় পায় মার্কামরা। সিরিজে ১-০ এগিয়ে তারা। টিম ইন্ডিয়ার এখন লক্ষ‍্য সিরিজে সমতা ফেরানো।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস