“২৫ বছর আগে গোটা বিশ্ব শুরু করেছিল – Search. আর তারপর বাকিটা ইতিহাস” ঠিক এভাবেই নিজেদের ২৫ বছর ধরে পথ চলাকে ছোট্ট কথায় ফুটিয়ে তুলেছে গুগল (Google)। বাস্তবিকই গোটা বিশ্বের মুশকিল আসান হয়ে গত ২৫ বছর জয়ের পতাকা উড়িয়েছে গুগল। প্রিয় নায়ক থেকে রেস্তোঁরা, আগ্নেয়গিরি থেকে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী – সব উত্তরই এখন আট থেকে আশির হাতের মুঠোয়। সৌজন্যে গুগল। ২৫ বছর পূর্তিতে এত বছর ধরে যা কিছু সবথেকে বেশি সার্চ হয়েছে তার তালিকা নিয়ে একটি ছোট ভিডিও প্রকাশ করল গুগল।
গুগল-এ (Google) মানুষ কী না সার্চ করেছে। তার মধ্যে বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী, সেরা খেলোয়াড় যেমন রয়েছে তেমনই রয়েছে সেরা নীরবতার মুহূর্ত বা বাস্তবের সেরা নায়ক। আধুনিক মিউজিকের সময়ে দাঁড়িয়ে সেরা পুরুষ বা মহিলা ব্যান্ডের সার্চ যে বেশি হবে তা তো অনিবার্য। কিন্তু অবাক করবে গুগলের তথ্য যেখানে দেখানো হয়েছে রক অ্যান্ড রোলের রানিও সেরা সার্চের তালিকায় উঠে এসেছে। সেরা সার্চের মধ্যে জনপ্রিয় চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি রয়েছে উদ্ধার করার উপায় খোঁজাও।
গুগল সেরা সার্চের তালিকায় ভারতেরও কিছু প্রাপ্তি রয়েছে। সর্বাধিক সার্চ করা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দৌড়ে বিরাট কোহলিকে তিনি ছাপিয়ে গেলেও কোহলি নিজের ছাপ ফেলে গিয়েছেন গুগলের ২৫ বছরের ইতিহাসে। সর্বাধিক সার্চ করা ক্রিকেটার গুগলের হিসাবে বিরাটই হয়েছেন। পাশাপাশি সার্চ ইঞ্জিনে যথেষ্ট দাগ কেটেছে হিন্দি চলচ্চিত্রও। এরকম ২৫টি সেরা সার্চের তালিকা একটি ডুডল প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে।
সর্বাধিক অনুসন্ধান
গীতিকার: টেলর সুইফট (Taylor Swift)
ছেলেদের ব্যান্ড: বিটিএস (BTS)
রক ব্যান্ড: বিটলস (The Beatles)
ক্রীড়াবিদ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( Christiano Ronaldo )
কাল্পনিক রাজকুমারী: এরিয়েল (Ariel)
স্নিকার্স: এয়ার জর্ডান (Air Jordan)
হেয়ারকাট: বব হেয়ারকাট (Bob haircut)
ক্লাসিক সুরকার: বিথোভেন (Beethoven )
উপসংস্কৃতি (subculture): পাঙ্ক উপসংস্কৃতি (Punk subculture)
শিল্পী: লিওনার্দো দা ভিঞ্চি (Leonardo Da Vince)
ব্রেকথ্রু: ফিউশন ব্রেকথ্রু ( Fusion breakthrough)
বিজ্ঞানী: অ্যালবার্ট আইনস্টাইন ( Albert Einstein)
ইমোজি: হার্ট ইমোজি ( Heart emoji )
পোকেমন: পিকাচু (Pikachu)
অ্যানিমেশন: নারুটো (Naruto)
খেলনা: বার্বি ( Barbie)
ভিডিও গেম: মাইনক্রাফট (Minecraft)
সুপারহিরো: স্পাইডার-ম্যান (Spider Man)
কেকের প্রকার: প্যানকেক ( Pancake )
খাবার: চাইনিজ খাবার (Chinese cuisine)
শহর: নিউ ইয়র্ক সিটি ( New York City )
পিৎজা স্টাইল: শিকাগো- স্টাইল পিজা (Chicago-style Pizza)
ল্যান্ডমার্ক: আইফেল টাওয়ার ( Eiffel Tower)
অবকাশের ধরন: সমুদ্র সৈকত অবকাশ (Beach vacation)
জ্যোতিষ চিহ্ন: সিংহ রাশি (Leo)