ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে উঠে ‘কাঁটার মুকুট’ আগেই পরেছিল যোগী রাজ্য উত্তরপ্রদেশ পর এবার ভুয়ো রেশন কার্ডেও শীর্ষে উঠে এলো তথাকথিত ‘রাম রাজ্য’। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, ভুয়ো রেশন কার্ডে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর এক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। সম্প্রতি লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে এই রিপোর্ট তুলে ধরেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

তৃণমূল সংসদ দীপক অধিকারী তার লিখিত প্রশ্নের মাধ্যমে গত ২ বছরে দেশে বাতিল হওয়া রেশন কার্ডের পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। সংসদে তার জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০২১ সালে সারা দেশে বাতিল হওয়া রেশন কার্ডের সংখ্যা ২৯,০২,৭৯৪ এবং ২০২২ সালে বাতিল রেশন কার্ডের সংখ্যা ২২,১৪,৭৭৪টি। সব মিলিয়ে এই ২ বছরে সারা দেশে বাতিল হয়েছে ৫১,১৭,৫৬৮টি রেশন কার্ড। আর রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে বাতিল হওয়া রেশন কার্ডের সংখ্যা ২০২১ সালে ৭,১৯,২১৩ এবং ২০২২ সালে ৮,৭৬,৬৮৬টি। অর্থাৎ এই ২ বছরে উত্তরপ্রদেশে বাতিল হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১৫,৯৫,৮৯৯টি। বিজেপি শাসিত অপর রাজ্য মধ্যপ্রদেশে ২ বছরে বাতিল হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১০,৯২,০৬৮ টি।
উল্লেখ্য, মনরেগায় ভুয়ো জব কার্ড বাতিলের তালিকাতেও শীর্ষে অবস্থান করছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। গত সপ্তাহেই এই তথ্য জানানো হয়েছিল কেন্দ্রীয় গ্রামউন্নয়ন মন্ত্রকের তরফে । এবার ভুয়ো রেশন কার্ডের তালিকাতেও শীর্ষে সেই রামরাজ্য উত্তরপ্রদেশ।










































































































































