নাবালিকাকে একাধিকবার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার

0
2

নাবালিকাকে ধর্ষণের দায়ে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার এই রায় দিয়েছে রাজ্যের সোনভদ্র জেলার একটি আদালত। ২২০১৪ সালে একটি ধর্ষণের মামলায় ১৫ বছরের নাবালিকার ওপরে শারীরিক নির্যাতন চালানোর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক।  অভিযুক্ত বিধায়কের নাম রামদুলার।

২০২২ সালের নির্বাচনে তিনি দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। এতদিন জামিনে ছিলেন তিনি। বিশেষ পাবলিক প্রসিকিউটর সত্য প্রকাশ ত্রিপাঠি জানান, আদালত বিধায়ক রামদুলারকে দোষী সাব্যস্ত করার পরে, তাকে অবিলম্বে হেফাজতে নেওয়া হয়। নির্যাতিতার আইনজীবী বিকাশ শাক্য বলেছেন, বিধায়ককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (প্রমাণ হারিয়ে ফেলা এবং মিথ্যা তথ্য দেওয়া) এবং পক্সো আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইনজীবী শাক্য জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর এই মামলায় আদালত সাজা ঘোষণার দিন ধার্য করেছে।

জানা গিয়েছে, ঘটনার দিন ২০১৪ সালের ৪ নভেম্বর যখন নাবালিকা প্রাতকৃত্য সারতে ঘরের বাইরে যায়, তখন বিধায়ক তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘরের ফিরে এসে তার দাদাকে সব কথা জানায় সে। নাবালিকা আরও জানায় গত বছরে তাকে ভয় দেখিয়ে বিধায়ক তাকে একাধিকবার ধর্ষণ করেছে। আইনজীবী বিকাশ শাক্য জানিয়েছেন, বর্তমানে নির্যাতিতা নাবালিকা বিবাহিত। বিচার চলাকালীন আদালতে যখন তার বিবৃতি রেকর্ড করা হয়েছিল, তখন মেয়েটি বিবাহিত ছিল। তিনি এখন তার পরিবারে সঙ্গে রয়েছেন।