রায়গঞ্জে শু.ট আউট! মৃ.ত স্থানীয় যুবক 

0
3

ভর সন্ধ্যাবেলায় রায়গঞ্জের তুলসিতলা (Tulsitala , Raigunj) এলাকায় চলল গুলি। স্থানীয় এক যুবককে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালান দুষ্কৃতীরা। জানা যায় তিনি পাড়ার এক দোকান থেকে জিনিস কিনে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। দ্রুত পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকার মানুষ বলছেন বিগত বেশ কিছু মাস ধরে রায়গঞ্জে দুষ্কৃতিতে দৌরাত্ম্য বেড়েছে। যুবকের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া।