পোস্ট অফিসে আপনার গচ্ছিত টাকার নিরাপত্তা কতটা? সম্প্রতি পোস্ট অফিসের (post office) টাকায় ব্যাপক গরমিল ধরা পড়ার পর তদন্তে নেমে দেখা গেল খোদ পোস্টমাস্টার সরিয়ে ফেলেছে ১ কোটি ২২ লক্ষ টাকা! গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এই টাকা সরিয়ে পোস্টমাস্টার কী করেছে শুনলে তাজ্জব হয়ে যাবেন। অনলাইন গেমে (online game) এই টাকা খরচ করেছেন গুণধর পোস্টমাস্টার। অমিত বড়ুয়া নামে ওই পোস্টমাস্টারকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police station)।
ইঞ্জিনিয়ারিং পাস করা অমিত বড়ুয়া রীতিমত সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ভারতীয় ডাকবিভাগের (India post) চাকরি পান। কর্মসূত্রে হরিনাভী থেকে বদলি হয়ে ২০২৩-এর জুন মাসে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের জগদ্দল পোস্টঅফিসের পোস্টমাস্টার হিসাবে যোগ দেন তিনি। জেরায় পুলিশকে অমিত জানিয়েছেন জুলাই মাস থেকেই গ্রাহকদের অ্য়াকাউন্ট থেকে টাকা সরাতে থাকেন তিনি। তহবিলে গরমিল ধরা পড়তেই থানায় লিখিত অভিযোগ জানায় ডাক বিভাগ। সেই মতো শুরু হয় তদন্ত।
সোনারপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে অনলাইন গেম খেলে কয়েক লক্ষ টাকা লোকসান করে অমিত। সেই টাকা উপার্জনের জন্য আবার অনলাইন গেমকেই বেছে নেন তিনি। কিন্তু টাকা কোথায়? অগত্যা পোস্টঅফিসের গ্রাহকদের অ্যাকাউন্টে নজর পড়ে তাঁর। একটু একটু করে সরিয়ে ফেলেন ১ কোটি ২২ লক্ষ টাকা। কিন্তু দুর্ভাগ্যবশত এই টাকায় খেলেও কিছু জমাতে তো পারেইনি অমিত, উল্টে গোটাটাই খোয়া গিয়েছে। আপাতত আদালতের নির্দেশে সাতদিনের পুলিশি হেফাজতে পোস্টমাস্টার অমিত বড়ুয়া।