শহরে ফের বেপরোয়া লরির ধা.ক্কা! ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মৃ.ত্যু পুলিশ কন্সটেবলের

0
3

ফের শহরে বেপরোয়া গতির বলি এক পুলিশ কনস্টেবল (Police Constable)। বুধবার সকালে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবল অভিজিৎ চক্রবর্তীর (Abhijit Chakraborty)। তবে ঘাতক লরির চালক পলাতক। তাকে আটক করার চেষ্টা করছে মানিকতলা থানার পুলিশ (Maniktala Police)। মৃত উত্তর ২৪ পরগণার বাসিন্দা অভিজিৎ পশ্চিম বন্দর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে খবর।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার ভোর পাঁচটা নাগাদ বাইকে চড়ে রাজাবাজারের দিক থেকে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে বাড়ির ফিরছিলেন ওই পুলিশ কনস্টেবল। কিন্তু দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে আসতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অপর দিক থেকে আসা একটি মালবাহী লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকে ধাক্কা মারে বলে খবর। তবে ধাক্কা সামলাতে না পেরে বাইক পড়ে যান অভিজিৎ। তারপরই তাঁর মাথার উপর দিয়েই চলে যায় লরিটি। ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরি ও চালকের খোঁজ শুরু করছে মানিকতলা থানার পুলিশ।