ভূমি আধিকারিকদের তথ্য সহ রিপোর্ট তলব নবান্নের! 

0
1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে এবার জমি মাফিয়ার সঙ্গে যুক্ত ভূমি আধিকারিকদের সম্বন্ধে যাবতীয় তথ্য সহ রিপোর্ট তলব করল নবান্ন (Nabanna)। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) বুধবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর কিছু বিএলআরও (BLRO ) সাধারণ মানুষের সঙ্গে জমি মাফিয়ার মতো আচরণ করছেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে জেলাশাসকদের তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (CS)।

বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “আমার কাছে খবর আছে, দু’একজন ব্লক ভূমি সংস্কার আধিকারিক কিছু দুষ্টু লোকের সঙ্গে মিলে নানা রকম জমি কেনা বেচার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমি জমি দফতরের সচিবকে বলব, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন।” এরপরই তৎপর নবান্ন। জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর কোনও বিডিও-র বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেবে সরকার।