এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তাঁর কাঁধের নীচে অস্ত্রোপচার হল। অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে ১০টি স্ক্রু বসানো হয়েছে।

বুধবার সকাল ১০টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় মদনকে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় প্রায় একঘণ্টা দেরি হয় অস্ত্রোপচারে। তাঁকে স্থিতিশীল করে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে বেলা ১২টা নাগাদ অ্যানাস্থেসিস্টরা সম্পূর্ণ অজ্ঞান করেন। এর পরই অস্ত্রোপচার হয়। দুপুর দুটোর নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। সাড়ে ৩টে নাগাদ আইটিইউ-তে তাঁকে স্থানান্তরিত করা হয়। আপাতত তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। আইটিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। অস্থিশল্য বিশেষজ্ঞ ছাড়াও এদিন অস্ত্রোপচারের সময় ছিলেন কার্ডিওলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ এবং নেফ্রোলজিস্ট।
প্রসঙ্গত, গত সোমবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এস এসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। প্রবল শ্বাসকষ্টর সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার রাতে আইসিইউ-তে থাকাকালীন তাঁর খিঁচুনি শুরু হয়। তখন শয্যার পাশে যে রেলিং থাকে, সেখানে তৃণমূল বিধায়কের বাঁ হাত ছিটকে গিয়ে লাগে। এই সময়েই তাঁর কাঁধের একটি হাড় ভেঙে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
এরপর গত শুক্রবার মদন মিত্রের এক্স-রে করা হয়। সেখানেই দেখা যায়, তৃণমূল বিধায়কের কাঁধে অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু তিনি অত্যন্ত দুর্বল থাকায় তা এতদিন সম্ভব হয়নি। এবার সফল অস্ত্রোপচার হল। কেন খিঁচুনি হয়েছিল, সেটিও খতিয়ে দেখছে মেডিক্যাল বোর্ড।








































































































































