হলদিয়ার তৃণমূল নেতা স্বপন নস্কর প্রয়াত, শেষ বিদায়ে শ্রদ্ধা কুণাল-অখিলের

0
1

প্রয়াত হলদিয়া তৃণমূল নেতা স্বপন নস্কর। বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বপনবাবু। বুধবার ভোরে প্রবল শ্বাসকষ্ট অনুভব করলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।

দলীয় নেতার মৃত্যুর খবর পেয়েই হলদিয়ায় ছুটে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। হলদিয়ার ক্ষুদিরাম মেলার মাঠে স্বপন নস্করের মরদেহে নিয়ে আসা হলে মালা দিয়ে শ্রদ্ধা জানান কুণাল। ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। মেলার প্রাণপুরুষ স্বপনবাবুর মৃত্যুতে এদিন মেলা বন্ধ রাখা হয়। বাকি দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। তবে বিক্রেতাদের স্বার্থে মেলার বাকি দিনগুলিতে শুধু দোকানগুলি খোলা থাকবে।

হলদিয়া শিল্পাঞ্চলে দাপুটে নেতা ছিলেন স্বপন নস্কর। ছিলেন দক্ষ সংগঠক। তিনি হলদিয়া টাউন তৃণমূলের প্রাক্তন সভাপতি। হলদিয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান প্রয়াত স্বপন নস্কর। রাজনীতির পাশাপাশি ক্লাব সংগঠন ও সমাজসেবামূলক কাজেও স্বপন নস্করের বিরাট অবদান ছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলদিয়া তৃণমূল কংগ্রেস পরিবারে।