১) দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ উইকেটে হারল ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচেও থাবা বসায় বৃষ্টি। ৩ বল বাকি থাকতেই শেষ করে দিতে হয় ভারতের ইনিংস। সূর্যকুমার যাদবেরা ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করার পর বৃষ্টি নামে।
২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনবদ্য রিঙ্কু সিং। ৬৮ রানে অপরাজিত তিনি। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার আরও এক বার ঠান্ডা মাথায় নিজের দক্ষতা প্রমাণ করেন। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার এবং ২টি ছয়। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় পরিণত ইনিংস খেললেন রিঙ্কু। ৫৬ রান করেন সূর্যকুমার যাদবও।
৩) আসন্ন আইপিএল নিলাম থেকে বেশ কিছু আন্তর্জাতিক তারকা নাম তুলে নিয়েছেন। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। কিন্তু কি কারণে শাকিব আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন? এই নিয়ে এবার মুখ খুললেন শাকিব স্বয়ং নিজেই। এই নিয়ে শাকিব বলেন, দেশের হয়ে সেরাটা দিতে চাই।
৪) প্রায় একবছর মাঠের বাইরে তিনি। দুর্ঘটনার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন। আর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। আর সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএল-এ ফের মাঠে দেখা যাবে তাঁকে। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ঋষভ পন্থ।
৫) ২০১৭ সালের ১১ ডিসেম্বরে বিয়ে করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোমবার তাঁদের সেই সম্পর্কের পার হল ছ’বছর। সেই মুহূর্তটাকেই বিশেষভাবে পালন করলেন বিরুষ্কা জুটি। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ