এবার শাহরুখ-প্রীতিদের তালিকায় নাম লেখালেন অক্ষয় কুমার

0
1

এবার শাহরুখ খান, প্রীতি জিন্টাদের তালিকায় নাম লেখালেন অক্ষয় কুমার। সম্প্রতি একটি ক্রিকেট দল কিনলেন বলিউড খিলাড়ি। তিনিও যোগ দিলন সুপারলিগে।

জানা গিয়েছে, অক্ষয় কুমার সম্প্রতি নবগঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীঙ্গার দল কিনেছেন। যেটি তার ধরনের প্রথম টেনার বল টি-১০ক্রিকেট টুর্নামেন্ট। যা আগামী বছর ২ মার্চ থেকে ৯ মার্চ, একটি স্টেডিয়ামের ভিতরে অনুষ্ঠিত হবে। খিলাড়ি কুমার নিজেই খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রতি ভালবাসার জন্য পরিচিত। তিনি তাঁর নতুন উদ্দোগ নিয়ে বলেন, “আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয়। আমি এই অনন্য খেলার দিকে তাকিয়ে আছি।”

আরও পড়ুন:বিসিসিআই আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় নজর কাড়লেন চুঁচুড়ার মিষ্টি, ঝুলিতে ২০ টি উইকেট