Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা। কোয়ার্টার ফাইনালে বঙ্গ ব্রিগেডের মুখোমুখি হয়েছিল হরিয়ানা। সেই ম‍্যাচে হরিয়ানার কাছে ৪ উইকেটে হারে সুদীপ ঘরামির দল। ব‍্যর্থ গেল শাহবাজ আহমেদের লড়াকু শতরানের ইনিংস।

২) এএফসি কাপের নিয়মরক্ষার ম‍্যাচেও হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়েন্ট। মাজিয়ার বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। সেই ম‍্যাচে ১-০ গোলে হারে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচটির গুরুত্ব বলতে গেলে ছিল সম্মানের লড়াই। সেই ম‍্যাচে মাজিয়ার কাছে পরাজিত হয়ে এএফসি অভিযান শেষ করল মোহনবাগান সুপার জায়েন্ট।

৩) অনেকেই প্রশ্ন তোলেন রোহিতের ফিটনেস নিয়ে। তিনি কী করে ফিটনেস পরীক্ষায় পাস করেন, সেই নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। অবশেষে সেই সংশয় দূর করলেন ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ অঙ্কিত কলিয়ার । জানালেন, রোহিতের শরীরে মেদ থাকলেও তিনি কোহলির মতোই ফিট।

৪) গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা যাচ্ছে, তারা এই ধরনের টেস্ট আয়োজন করতে বা খেলতে খুব একটা উদ্যোগী নয়। এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন,” মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে।

৫) বৃষ্টির কারণে হয়নি ম‍্যাচ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব‍্যবস্থাপনার উপর ক্ষুব্ধ সুনীল গাভাস্কর। এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর বলেন, “যদি মাঠ ঢাকা না হয় এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত এক ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে না।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ