স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বানারহাটে স্কুল পড়ুয়ারদের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, জলপাইগুড়ি (Jalpaiguri) প্রশাসনিক সভা সেরে শিলিগুড়ি যাওয়ার পথে জলপাইগুড়ি বানারহাট স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী দেখেন স্কুল তখন ছুটি হচ্ছে। আর তাঁকে দেখার জন্য ভিড় করেছে কচিকাঁচারা।গাড়ি থেকে নেমে সটান নেমে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।



তিনি যে আসবেন একথা জানা ছিল না কারোর। সেই কারণে বাগানের গাছের ফুল তুলেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান টিচার ইনচার্জ। খুদে পড়ুয়াদের উৎসাহ তখন দেখার মতো। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে দাঁড়িয়ে রীতিমতো ছবি তোলে তারা। আপ্লুত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে পড়ুয়ারা।

মুখ্যমন্ত্রী সেখান থেকে যাওয়ার পরেই স্কুলে পৌঁছন জেলাশাসক শামা পরভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপৎ। তাঁরা গিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা ও চকোলেট তুলে দেন। জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বসেও ছবি তোলে খুদে পড়ুয়ারা।







































































































































