ইউরোপিয়ান ইউনিয়নকে (European Union) কড়া বার্তা ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার (Dmytro Kuleba)। ইউক্রেনের অধিকার নিয়ে বলতে গিয়ে কুলেবার দাবি, সদস্যপদ নিয়ে আলোচনা সবথেকে বড় আলোচ্য বিষয় হওয়া উচিত। সেই আলোচনা না হলে তা কিভ এবং ইউরোপিয়ান ইউনিয়নের জন্য “ধ্বংসাত্মক” (devastating) হবে।
আগামী বৃহস্পতি ও শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি আলোচনায় বসছে, যেখানে ইউক্রেনের (Ukrajne) জন্য ৫০ বিলিয়ন ইউরো সাহায্য নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে বড় বাধা আমেরিকা, যাদের সাহায্যের বিষয়টি এখনও নিশ্চিৎ নয়। ইতিমধ্যেই ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskiy) আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
কিন্তু আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টির থেকেও ইউক্রেন বেশি গুরুত্ব দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আলোচনাসভায় সদস্যপদ নিয়ে আলোচনাকে। বিদেশমন্ত্রী কুলেবা এই বিষয়টিকে “মাদার অফ অল ডিসিশনস” বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন এই সিদ্ধান্ত না নেওয়া হলে কিভের ওপর কী ধ্বংসাত্মক প্রভাব পড়তে চলেছে, তা কল্পনা করতে ভয় পাচ্ছেন বলে দাবি করেন।
আরও পড়ুন- ৩৭০ ধারা প্রত্যাহার বৈধ: কাশ্মীর ইস্যুতে সুপ্রিম রায়ে ক্ষুব্ধ পাকিস্তান