বসিরহাটের (Basirhat) পর এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Amdanga) চলল গুলি। পুলিশ সূত্রে খবর, জমি ব্যবসায়ী শেখ ফরিদ হাসানের গাড়ি লক্ষ্য গুলি চলে। তবে তার আগেই বাড়ির ভিতর ঢুকে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ব্যবসায়ী (Businessman)। আমডাঙার সিকিরা গ্রামের জমি ব্যবসায়ীর অভিযোগ, তিনি তৃণমূল (TMC) করার পাশাপাশি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত।

ব্যবসায়ীর অভিযোগ, রবিবার রাত পৌনে ১২টা নাগাদ বাড়ি ফেরার পর, তিনি গুলির আওয়াজ পান। তাঁর দাবি, সকালে দেখা যায়, গাড়ির পিছনে গুলির দাগ। গুলির একটি খোলও উদ্ধার হয়েছে বলে ব্যবসায়ীর দাবি। যদিও পুলিশ জানিয়েছে, কে গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। ওই ব্যবসায়ীর সঙ্গে কারও পুরনো শত্রুতা রয়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আমডাঙা পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও ওই ব্যবসায়ীকে খুনের চেষ্টা চলে বলে অভিযোগ।











































































































































