সমাজমাধ্যমের জন্যই বাড়ছে মে.রুকরণ এবং অ.সহিষ্ণুতা:ডি ওয়াই চন্দ্রচূড়

0
2

মেরুকরণ বাড়ছে বিশ্বজুড়েই। আর ভারতও তার ব্যতিক্রম নয়। এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন, বর্তমানে বিশ্ব জুড়ে ডান, বাম এবং মধ্যপন্থীদের মধ্যে মেরুকরণ দেখা যাচ্ছে। যার নেপথ্যে রয়েছে সমাজমাধ্যমের বাড়বৃদ্ধি। এর ফলে অসহনশীলতাও বাড়ছে। মেরুকরণ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

প্রধান বিচারপতির মত, আমাদের অবিচারের বিরুদ্ধে লড়তে হবে। আর সেটার জন্য এর মুখোমুখি হতে হবে। এটা খারাপ সময়, কেটে যাবে, এমন ভেবে উপেক্ষা করা যাবে না। বারবার এই অসহনশীলতাকে উপেক্ষা করে গেলে সেটা বাড়তে বাড়তে সামাজিক অবক্ষয়ে পরিণত হবে। এটার বিরুদ্ধে আরও দৃঢ়তার সঙ্গে লড়তে হবে।

বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য যাতে সহজে আদালত কক্ষের দরজা খোলা যায়, সেই দিকেও জোর দিয়েছেন প্রধান বিচারপতি। সঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচার পেতে প্রযুক্তি একমাত্র মাধ্যম নয়।

তিনি আরও বলেন, দেশে অসহিষ্ণুতা যে বাড়ছে, সেটা অস্বীকার করার মতো জায়গা নেই। আর এই অসহিষ্ণুতার মতো ব্যধির মূল উৎস যে সোশাল মিডিয়াই, সেটা একবাক্যে মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহল। যুব সমাজের মধ্যে সোশাল মিডিয়ার কুপ্রভাব নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন চন্দ্রচূড়।