লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বিএসপি-র। রবিবার, দলের পরবর্তী জাতীয় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা করে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। আর সেই ঘোষণাতে পরিবারতন্ত্রের ছাপ স্পষ্ট। জাতীয় কোঅর্ডিনেটর (Co-ordinator) করা হল বেহেনজির ভাইয়ের ছেলে আকাশ আনন্দকে।

একসময় ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সরব ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীই (Mayawati)। বর্তমানে তাঁর দল উত্তরপ্রদেশের ক্ষমতায় না থাকলেও এই রাজ্যে তাঁদের ১০ জন সাংসদ রয়েছেন। তবে এই রাজ্যের বাইরে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে এই কংগ্রেস-বিজেপি বিরোধী দলের সামান্য প্রভাব রয়েছে। লোকসভা ভোটের আগে সেই রাজ্যগুলিতে সমন্বয় গড়ে তুলতেই রবিবার বৈঠকে বসেছিল BSP-র শীর্ষ নেতৃত্ব। সেখানেই ‘উত্তরাধিকারী’ হিসেবে ২৮ বছরের আকাশের নাম ঘোষণা করেন মায়াবতী।

তবে পরিবারতন্ত্র বিএসপিতে প্রথম নয়। ২০১৯ সালেও ভাই আনন্দ কুমারকে জাতীয় সহসভাপতি বেছে নিয়েছিলেন দলের সুপ্রিমো। সেবারের ভোটে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছিলেন আকাশ আনন্দও। আকাশের স্থলাভিষেক যে সময়ের অপেক্ষা তার ইঙ্গিত কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। উত্তর ভারতের রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের পর দলীয় সংগঠন মজবুত করার কাজ শুরু করেছিলেন মায়াবতী। শনিবারই বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানো বিএসপি নেতা দানিশ আলিকে। লোকসভা ভোটের আগে বিজেপির দিকে হেলে থাকলেও দলের রাশ কোনওভাবেই আলগা করতে চান না বেহেনজি, তা আকাশের পদাধিকার থেকেই বোঝা যাচ্ছে।


 
 
 
 


































































































































