উন্নতি হয়নি শারীরিক অবস্থার! মদনের কাঁধের অ.স্ত্রোপচার পিছনোর সিদ্ধান্ত SSKM-এর

0
3

অবনতি না হলেও শারীরিক অবস্থার উন্নতিও বিশেষ হয়নি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra)। এসএসকেএম (SSKM) সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রীর রক্তচাপ ওঠানামা করছে। ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। সূত্রের খবর, মদন মিত্রের ব্রেনের এমআরআই করা হবে। কিন্তু অবস্থার উন্নতি না হলে তা সম্ভব হচ্ছে না। এমনকি তাঁর বাম কাঁধে অস্ত্রোপচারও (Operation) একই কারণে পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়ার সমস্যা নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। পরে শ্বাসকষ্টের কারণে মদনকে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্টও। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পড়ে গিয়ে মদন মিত্রর বাম কাঁধের হাড় ভেঙে যায়। আর সেকারণেই যত দ্রুত সম্ভব মদন মিত্রের অস্ত্রোপচার করতে হবে বলে খবর।

তবে এখনও শ্বাসকষ্ট থাকায় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল না হওয়ায় এমআরআই বা হার্টের পরীক্ষা কিছুই করা যাচ্ছে না মদনের। আগে ঠিক হয়েছিল, সোমবার তাঁর বাম কাঁধে অস্ত্রোপচার করা হবে তাও পিছনো হচ্ছে।