বলিউড (Bollywood) জুড়ে সাফল্য আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটাই নাম রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandip Reddi Bonga) ছবি ‘অ্যানিম্যাল’ (Animal) ডিসেম্বরের ১ তারিখের সিনেমা মুক্তি পেয়েছে। তারপর থেকেই যত সময় এগিয়েছে ততই বিতর্ক বেড়েছে। এত হিংস্রতা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সহ্য করা ‘অসম্ভব’ বলছেন অনেকেই। উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ, হিংসা – এই সব কিছুই এক সিনেমায় এত বড় আকারে ধরা দিয়েছে যে সাধারণ মস্তিষ্কে ক্রমাগত একটা যুদ্ধ চলতে পারে এই সিনেমা দেখার সময়। এই কাণ্ডই ঘটেছে ছত্তিশগড়ের কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জনের মেয়ের সঙ্গে। সাংসদ কন্যা বন্ধুদের সঙ্গে এই ছবি দেখতে গিয়ে মাঝপথেই হল ছেড়ে বেরিয়ে যান। হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি। এরপরই সংসদে সরব রঞ্জিত রঞ্জন (Ranjit Ranjan)। তিনি অবিলম্বে এই সিনেমা বয়কটের দাবি করেন।
অধিবেশন চলাকালীন সাংসদ বলেন , এই ধরণের সিনেমা সমাজকে চরম অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এর খারাপ প্রভাব পড়ছে চারপাশে। রীতিমতো চিৎকার করে তিনি বলেন, ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘পুষ্পা’, এবং এখন ‘অ্যানিম্যাল’ – এই ধরণের ছবি সমাজের জন্য যথেষ্ট ক্ষতিকর। তাঁর কথায়, “আমার মেয়ে এই সিনেমা দেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হল ছেড়ে বেরিয়ে এসেছে। এত হিংস্রতা সহ্য করা যায় না।” কী ভাবে সেন্সর বোর্ড এমন একটা ছবির ছাড়পত্র দিল সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এমন ছবিকে বয়কট করা দরকার বলেও সরব হন সাংসদ।