SLST ধ.র্নামঞ্চে কুণাল! শুনলেন অভিযোগ, কথা শিক্ষামন্ত্রীর সঙ্গেও

0
1

শনিবার SLST চাকরিপ্রার্থীদের ধর্মতলার ধর্নামঞ্চে একের পর এক চমক। এই ধর্না ১০০০ দিনে পড়ল। দিনের শুরুতে প্রথমে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান ২ চাকরিপ্রার্থী। এরপরেই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। এর মধ্যেই বেলা সাড়ে তিনটের পরে ধর্না মঞ্চে হাজির হন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে দেখেই আন্দোলনকারীরা এগিয়ে আসেন। এঁদের মধ্যেই কেউ কেউ আগে কুণালের সঙ্গে দেখা করেন।

সংবাদ মাধ্যমকে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক জানান, কারও কথায় নয়, কারও সঙ্গে কথা বলেও নয়, সংবাদ মাধ্যমে মহিলা চাকরি প্রার্থীকে ন্যাড়া হতে দেখেই এসেছেন তিনি। এরপরেই সংবাদ মাধ্যমকে সরিয়ে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন কুণাল ঘোষ। সূত্রের খবর, সেখান থেকে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে।