‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে শুক্রবার নিজেকে প্রমাণ করার বড় লড়াই। তার আগে লোকসভায় (Loksabha) একেবারেই চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিন সকালে লোকসভায় ঢোকার আগে তাঁর মুখে শোনা গেল কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া মনে করিয়ে দেন, ‘‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের (Kazi Najrul Islam)। অসত্যের কাছে কভু নত নাহি কর শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।’’
তবে এদিন এখানেই থেমে থাকেননি মহুয়া। তাঁর অভিযোগ, ‘‘এঁরা (বিজেপি) বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।’’ উল্লেখ্য, শুক্রবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে লোকসভার স্পিকারের কাছে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়েছে। আর সেকারণেই এদিন সকাল থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। শুরু হয়েছে তরজা। আর এদিন সকালে লোকসভায় মহুয়া পৌঁছলেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। তাঁদের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘‘দেখে নেব। দেখা যাবে। মা দুর্গা এসে গিয়েছে।’’
উল্লেখ্য, শুক্রবার বেলা ১২টায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহুয়া সম্পর্কে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়তে চলেছে। রিপোর্ট জমা দেবেন, এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। তবে এদিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে যায় অধিবেশন। দুপুর ১২টা অবধি অধিবেশন মুলতুবি রাখেন স্পিকার। এদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়েছেন, ইতিমধ্যেই তৃণমূলের তরফে ওই রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানিয়ে রাখা হয়েছে স্পিকারের কাছে। সেই সঙ্গে মহুয়াকে লোকসভার কক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে। যদিও এদিন মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।