কমল অক্সিজেনের মাত্রা! ফের শা.রীরিক অবস্থার অ.বনতি মদন মিত্রের

0
2

আচমকাই শারীরিক অবস্থার (Health Condition) অবনতি। SSKM-এর উডবার্ন ওয়ার্ড থেকে এবার সিসিইউয়ে (CCU) স্থানান্তর করা হল তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক (MLA) মদন মিত্রকে (Madan Mitra)। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কামারহাটির বিধায়ক। সেকারণে গত সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন আগেও বারবার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তার। এবার মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমায় তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের।

এসএসকেএম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আচমকা মদন মিত্রের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। তবে শেষ পাওয়া খবরে বর্তমানে তৃণমূল বিধায়কের দেহে অক্সিজেনের মাত্রা কিছুটা স্থিতিশীল। তবে চিকিৎসকরা এই মুহূর্তে কোনও ঝুঁকি নিতে নারাজ। সেকারণে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সিসিইউয়ে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।