শনিবার থেকে হাওড়া ডিভিশনে দু’সপ্তাহের জন্য বাতিল ১০ জোড়া দূরপাল্লার ট্রেন

0
1

ফের যাত্রী দুর্ভোগ। আগামিকাল, শনিবার থেকে টানা দু’সপ্তাহ হাওড়া ডিভিশনে প্রতিদিন ২০টি করে দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। চাতরা থেকে মুরারইয়ের মাঝে থার্ড লাইনের কাজের জন্য ১৪ দিন এই দুর্ভোগ সইতে হবে যাত্রীদের।

হাওড়ার ডিআরএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অংশে থার্ড লাইনের কাজ শেষ হয়ে গেলে যাত্রী স্বাচ্ছন্দ্য কয়েকগুণ বেড়ে যাবে। কারণ, অতিরিক্ত লাইনে পরিষেবা শুরু হয়ে গেলে ট্রেন বাড়তি গতি পাবে। যাত্রাপথের সময়সীমা আগের তুলনায় কমবে। সার্বিকভাবে ট্রেন সফরের গুণগতমান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে দাবি হাওড়ার ডিআরএমের।

*আপ ও ডাউনে বাতিল ১০ জোড়া ট্রেন হল*

হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস, সাহেবগঞ্জ-রামপুরহাট এক্সপ্রেস স্পেশাল, আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল, রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৩০৮৮), রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৩০৯৪), রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল এবং রামপুরহাট-বারহারোয়া প্যাসেঞ্জার স্পেশাল।

রেলের এই জরুরি কাজের জন্য ওইসময়ে একগুচ্ছ ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বভাবতই যাত্রীদের খানিক বাড়তি সময় দিতে হবে বলে মনে করছেন রেল কর্তাদের একাংশ। একইভাবে তিনটি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশন বদল হবে। রামপুরহাট-গয়া এবং জামালপুর-রামপুরহাট এক্সপ্রেস এই ক’দিন সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে ও বিরতি নেবে। রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল আজিমগঞ্জ থেকে যাত্রা শুরু করে কাটোয়া পর্যন্ত যাবে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচি খানিক অদল-বদল হচ্ছে। সব মিলিয়ে বড় দিনের উৎসবের মরশুমে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে চলেছে।

আরও পড়ুন:ঝালদা: পুরপ্রধানকে সরাতে ফের অনাস্থা তৃণমূলের ৫ কাউন্সিলরের, সঙ্গে কংগ্রেসের দুই