কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি না হলেও বর্ষীয়ান এই নেতা কাঁধে গুরুতর চোট পেয়েছেন। প্রচণ্ড শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়া নিয়ে তিনি সোমবার ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই বেডে শুয়ে বৃহস্পতিবার রাতে খিঁচুনি হতে শুরু করে। প্রবল খিঁচুনি হতে থাকায় বেডের পাশের রেলিংয়ে থবাঁ হাতটি ছিটকে গিয়ে লাগে। এই সময়েই কাঁধের একটি হাড় সম্ভবত ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবারই এক্স রে হয়। সেখানে দেখা গিয়েছে অস্ত্রোপচার করা দরকার। তবে শারীরিকভাবে তিনি এখন স্থিতিশীল নয় বলে আপাতত অস্ত্রোপচার হচ্ছে না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

তাঁর জন্য তৈরি ১০ সদস্যের যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, তারা তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও শ্বাসকষ্ট রয়েছে। অক্সিজেন দিতে হচ্ছে, স্যালাইনও চলছে। এই অবস্থায় অস্ত্রোপচার আদৌ সম্ভব নয়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করার চেষ্টা চলছে।
আরও পড়ুন- ধ.র্ষিতাকে অ্যাসি.ড! মা.মলা প্রত্যাহার না করার ‘শা.স্তি’, সেই অ্যাসি.ডেই ‘আত্মহ.ত্যা’



 
 
 
 





























































































































