ফের ভূ.মিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু! রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৭.১

0
3

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভানুয়াতু দ্বীপরাষ্ট্র (Vanuatu Islands)। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৭.১। ভানুয়াতুর স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে ভূমিকম্প কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র। ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে খবর। তবে এদিনের ভূমিকম্পে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

তবে এই প্রথম নয়, গত নভেম্বর মাসেও ভূমিকম্পে কেঁপেছিল ভানুয়াতু। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬। মাঝে মধ্যেই এই দ্বীপরাষ্ট্র প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। পাশাপাশি চলতি বছরের মে মাসেও সুনামির কবলে পড়েছিল এই দ্বীপরাষ্ট্র।