আফগানিস্তানে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আসগর আফগানকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে বলেছিলেন ২০ কেজি ওজন কমালে আইপিএল-এর দলে নেবেন। তবে এই প্রস্তাব আসগরকে নয়, এই প্রস্তাব দেওয়া হয়েছিল মহম্মদ শাহজাদকে। এদিন এমনটাই জানালেন অধিনায়ক মহম্মদ আসগর আফগান।
এদিন এক সাক্ষাৎকারে আসগর বলেন,” এশিয়া কাপে সেদিন ম্যাচ টাই হওয়ার পর আমার সঙ্গে ধোনির অনেক ক্ষণ কথা হয়। ও অসাধারণ অধিনায়ক। ধোনি ভারতীয় ক্রিকেটে ঈশ্বরের উপহার। খুব ভাল মানুষ ও। মহম্মদ শাহজাদকে নিয়ে কথা হয়েছিল আমাদের। ধোনিকে বলেছিলাম যে, শাহজাদ ওর খুব বড় ভক্ত। ধোনি বলেছিল, শাহজাদের বিরাট ভুঁড়ি রয়েছে। ও যদি ২০ কেজি ওজন কমায়, তাহলে আইপিএলে আমাদের দলে নেব। কিন্তু শাহজাদ ওই সিরিজ খেলে আফগানিস্তানে ফিরেছিল আরও ৫ কেজি ওজন বৃদ্ধি করে।”
আসগরের মতে আইপিএল আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে সাহায্য করেছে। এই নিয়ে তিনি বলেন, “আইপিএলে খেলেই মুজিবুর রহমানের বোলিং আরও পরিণত হয়। পাল্টে গিয়েছিল ও একেবারে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল খেলার পর আমরা সরাসরি ওকে সিনিয়র দলে নিয়েছিলাম। তারপর ও আইপিএল খেলে এবং আগের থেকে অনেক বেশি পরিণত হয়। শরীরী ভাষা বদলে গিয়েছিল। শুধু মুজিব নয়, রশিদও আইপিএলে খেলার পর উন্নতি করেছিল।”
আরও পড়ুন:বিশ্বকাপে সেরা বোলার হয়েছেন শামি, সাফল্যের রহস্য ফাঁস ভারতের বোলিং কোচের