কংগ্রেস সাংসদের বাড়িতে যকের ধন! টাকা গুনতে গিয়ে বিকল মেশিন, চোখ কপালে তদন্তকারীদের

0
2

সাংসদের (MP) বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় চরম অস্বস্তিতে কংগ্রেস (Congress)। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস সাংসদের বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি নগদ। আয়কর দফতর (Income Tax) সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর (Dhiraj Sahoo) বাড়ি থেকে ১৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্র টানা দু’দিন ধরে ঝাড়খণ্ড ও ওড়িশায় সাংসদের বাড়িতে তল্লাশি (Search Operation) চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। আলমারি ও বাক্সে থরে থরে সাজানো সেই টাকা চোখে দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় আয়কর দফতরের আধিকারিকদের। তবে এখনও অবধি মোট কত টাকা উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে সরকারি বিবৃতি না মিললেও, আয়কর দফতর সূত্রে খবর, ১৫০ থেকে ৩০০ কোটি টাকা লুকানো ছিল কংগ্রেস সাংসদের বাড়িতে।

তবে চমকের এখানেই শেষ নয়। মজার বিষয়, থরে থরে সাজানো টাকা গোনার জন্য আয়কর আধিকারিকরা যে টাকা গোনার মেশিন এনেছিলেন, তাও ৫০ কোটি টাকা গোনার পর বিকল হয়ে যায় বলে খবর। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে পরে আবার নতুন মেশিন আনা হয় টাকা গোনার জন্য। আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্যম ধীরজ সাহু কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা। ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৮ সাল থেকে এই পদে বহাল রয়েছেন ধীরজ।