খুনের অভিযোগে এখনও দায়ের হয়নি এফআইআর। আদালতে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ঘটনা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। খুনের আগে একাধিকবার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

ওই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ ঘটনার পরে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরপর পরিবারের তরফ থেকে IC, SDPO, SP এবং CBI এর কাছেও লিখিত অভিযোগ জানানো হয় বলে দাবি পরিবারের। যদিও কেউই কোন পদক্ষেপ করেনি বলে মামলায় দাবি। অন্যদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন SDPO, এমনটাই দাবি রাজ্যের। এই মামলায় আগামী সোমবার নির্দেশ দেবে আদালত।
আরও পড়ুন- এই ক্রিকেটারকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন ধোনি, কিন্তু কেন?



































































































































