ভে.ঙে দেওয়া হল বি.তর্কিত ফলক! বিশ্বভারতীতে অবশেষে বসল ইউনেস্কোর নতুন ফলক

0
3

অবশেষে বিতর্কিত ফলক ভেঙে ফেলল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীতে হেরিটেজ ফলক নিয়ে বিতর্কে বহু জলঘোলা হয়েছে। আশ্রমিক থেকে অধ‍্যাপক, ছাত্রছাত্রী সবাই প্রাক্তন উপাচার্য বিদ‍্যুৎ চক্রবর্তীর প্রচারসর্বস্ব প্রচেষ্টার পাশাপাশি রবীন্দ্রনাথকে ব্রাত‍্য করার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। এবং প্রধানমন্ত্রী এবং উপাচার্যের নামাঙ্কিত সেই বিতর্কিত ফলক বদলে বিশ্বভারতীতে বসল ইউনেস্কোর পাঠানো নতুন ফলক। পুরনো বিতর্কিত ফলকটি ভেঙে ফেলা হয়েছে। তার জায়গায় বুধবার রাতে বসেছে নতুন ফলক।

গত ১৭ সেপ্টেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পরই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে তিনটি শ্বেতপাথরের ফলক বসায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৎকালীন উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল। তবে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ। যা নিয়ে নিন্দা ঝড় ওঠে সর্বত্র। মুখ‍্যমন্ত্রী ট‍্যুইট করে ফলক নিয়ে প্রতিবাদের পাশাপাশি আন্দোলনের নির্দেশ দেওয়ায় তৃণমূলের টানা ধরনা চলে।

বুধবার ফলক পরিবর্তনের ঘোষণা হতেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই জয় বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের জয়, বাংলার মুখ‍্যমন্ত্রীর জয়। বুধবার বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ‍্যোপাধ‍্যায় জানান, পুরাতন ফলক সরিয়ে ইউনেস্কোর পাঠানো ফলক বসানোর কাজ শুরু হয়েছে। ফলকে মোদি এবং বিদ‍্যুতের নাম বাদ দেওয়া হয়েছে। লেখা হয়েছে : উনিশশো এক সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন পশ্চিম বঙ্গের গ্রামীণ এলাকায় ভারতীয় ধ্রুপদী ঐতিহ্যে লালিত শিক্ষাকেন্দ্র শান্তির নীড়।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীর সংরক্ষণ ও পুনর্গঠন বিল নিয়ে শাহের বক্তব্যে ক্ষু.ব্ধ বিরোধীরা