কল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা, ‘মহম্মদ বিন তুঘলক’ ক.টাক্ষ তৃণমূলের

0
1

বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। যেখানে কালো পতাকা দেখানো হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। উঠল গো-ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের পোস্টারে রাজ্যপালকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও তোপ দাগা হয়।

ঘটনার সূত্রপাত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সমাবর্তন হওয়ার কথা। কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আপত্তি রয়েছে তৃণমূলের। এমনই জটিল পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার কল্যাণীতে উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল আনন্দ বোস। তাঁর কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তাঁকে কালো পতাকা দেখাল তৃণমূল।

তৃণমূলের অভিযোগ, গরিব মানুষের ন্যায্য পাওনা ১০০ দিনের কাজের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদি সরকার। বারবার আবেদন, আন্দোলন করা সত্ত্বেও
কর্ণপাত করছে না বিজেপি সরকার। রাজ্যে সেই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপাল। তিনিও গুরুত্ব দিচ্ছেন না। তারই প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ ইরিণমূলের।