মেট্রো লাইনে আত্মহ.ত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহ.ত পাতাল পরিষেবা!

0
1

বৃষ্টি ভেজা বৃহস্পতিবারের সকালে যানজটে নাকাল মহানগর। দ্রুত অফিসে পৌঁছতে কলকাতার লাইফ লাইন মেট্রো (Kolkata metro)। এবার সেখানেও থমকে গেল পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, রবীন্দ্রসদনের মেট্রো (Rabindra Sadan Metro) লাইনে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। অফিস টাইমে চরম ভোগান্তি যাত্রীদের, কারণ এই ঘটনার জেরে প্রথমে দক্ষিণেশ্বরগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডাউনের ট্রেন চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সকাল ৮.৫০ মিনিট নাগাদ যখন আপ ট্রেন রবীন্দ্রসদন প্রবেশ করেছিল তখন এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এখনও পর্যন্ত তিনি রেকের নিচেই আটকে আছেন বলে, উদ্ধারকারীরা জানাচ্ছেন। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই কলকাতা মেট্রোর (Kolkata metro) তরফে জানানো হয়েছে। আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হবে।