বাংলাদেশের ভোট নিয়ে কোনও চা.প দেওয়ার অধিকার নেই বিদেশিদের, মন্তব্য নির্বাচন কমিশনের

0
1

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মহম্মদ আলমগীর। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের চাপ রয়েছে বলে যে প্রচার হচ্ছে তা অসত্য। এদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলার এক্তিয়ারই নেই।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ বা কোনও ধরনের আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, আমরা সবসময়ই বলে আসছি, বিদেশিরা আমাদের উপর কোনও চাপই দেননি এবং চাপ দেওয়ার অধিকারও তাঁদের নেই। কারণ আমরা স্বাধীন-সার্বভৌম দেশ। আর নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। অন্য দেশের প্রতিনিধিরা শুধু জানতে চান যে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য আমরা কী কী ব্যবস্থা নিয়েছি।

এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কোনও রাজনৈতিক দল যদি স্বেচ্ছায় নির্বাচনে অংশ নিতে না চায়, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। সেখানে কারও হস্তক্ষেপের অধিকার নেই। নির্বাচন কমিশনেরও হস্তক্ষেপের অধিকার নেই।

আরও পড়ুন- চিৎপুরে ভয়া.বহ অ.গ্নিকাণ্ড, ঘটনাস্থলে দম.কলের ১১টি ইঞ্জিন!