ঘূর্ণিঝড় মিগজাউমে বিধ্বস্ত তামিলনাড়ুর পাশে থাকার বার্তা মমতার

0
1

ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বিধ্বস্ত চেন্নাই। ভেসে গেছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে বহু এলাকা বিদ্যুৎবিহীন। ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এই বিপদের দিনে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের প্রশংসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বুধবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ুর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “তামিলনাড়ুর দুর্যোগের খবর শুনে আমি অত্যন্ত ব্যথিত। ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে সেই রাজ্যে অনেক মানুষের প্রাণ গিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভাতৃপ্রতিম এমকে স্ট্যালিন অত্যন্ত দক্ষতার সঙ্গে দুর্যোগ মোকাবিলার নেতৃত্ব দিচ্ছেন। আমি এই কাজে তাঁর পাশে রয়েছি। চেন্নাই ও তামিলনাড়ুতে দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সহমর্মিতা। অন্ধ্রপ্রদেশের ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি আমরা।”

উল্লেখ্য, ৩ ডিসেম্বর থেকে পরদিন মধ্যরাত পর্যন্ত তামিলনাডুর বেশিরভাগ জেলাই তছনছ হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে। মৃত্যু হয়েছে ১৭ জনের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি খুইয়েছে ঘূর্ণিঝড়টি। আপাতত সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমার পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৬ ঘণ্টায় কেবল সুস্পষ্ট নিম্নচাপ হিসাবেই অবস্থান করবে মিগজাউম। এদিকে এই দুর্যোগে ৫ হাজার ৬০ কোটির আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। চিঠিতে রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।