বিজেপি সাংসদের দত্তক নেওয়া গ্রামে জলক.ষ্ট! সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী

0
1

সাংসদের দত্তক নেওয়া গ্রামেই জলকষ্ট! বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়ার দত্তক নেওয়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভুগছেন জলকষ্টে। কানু সন্যালের গ্রামকে দত্তক নিয়েও কাজ করেনি আর রাজ্যে সরকারকেও কাজ করতে দেননি বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া। তবে মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। আপীতত যতদিন পাইপ লাইন বসানোর কাজ চলবে ততদিন শিলিগুড়ি থেকে ট্যাংকে করে ওই গ্রামে জল পাঠাবে পুর নিগম।

বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ও বৃহস্পতিবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বদের সাথে দেখা করেন। এরপর নকশালবাড়িতে কানু সন্যালের গ্রাম সেবদোল্লার পানীয় জলের সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘কানু সন্যালের গ্রামটি বিজেপি সাংসদ এস এস আলুয়ালিয়া দত্তক নিয়েছিলেন। তিনি নিজে কোন কাজ করেননি আর আমাদেরও কোনো কাজ করতে দেয়নি। আপাতত ওই গ্রামে জলের সমস্যা সমাধানের জন্য পিএইচই কাজ করছে। কাজ শেষ হতে কিছুদিন সময় লাগবে। তাই শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে বলেছি ট্যাংকে করে ঐ গ্রামে জল পাঠাতে। যতদিন কাজ শেষ না হচ্ছে কর্পোরেশন জল দেবে’।

আরও পড়ুন- ‘দ্য আর্চিজ’ রিলিজের আগে ফিল্ম রিভিউ-এর থেকেও গুরুত্বপূর্ণ এই রিভিউ, দেখে নিন