ঝালদা পুরসভায় আস্থা ভোট নিয়ে ডিভিশন বেঞ্চে খা*রিজ অমৃতা সিনহার নির্দেশ

0
1

৮ ডিসেম্বর আস্থা ভোট হচ্ছে না ঝালদা পুরসভায়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে পরামর্শ বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। এর আগে গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদায় আস্থা ভোটের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ ছিল, জেলাশাসকের উপস্থিতিতে আস্থা ভোট করতে হবে। ১২ ডিসেম্বরের মধ্যে সেই আস্থা ভোটের রিপোর্ট আদালতে দিতে হবে। তার মাঝে পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। এদিন সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ঝালদা পুরসভার চেয়ারপারসনের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে ৫ তৃণমূল কাউন্সিলর ও ২ কংগ্রেস কাউন্সিলরের দুটি পৃথক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূল ১০ এবং কংগ্রেস ২। পুরপ্রধান পদে রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী শীলা চট্টোপাধ্যায়। এমত অবস্থায় গত ২৩ নভেম্বর পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে পৃথক পৃথক ভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ২ কংগ্রেস কাউন্সিলর এবং তৃণমূলের ৫ কাউন্সিলর। সেই মামলাতেই ৩০ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভায় আস্থা ভোট করানোর নির্দেশ দেন। বুধবার সেই নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।