প্রজাতান্ত্রিক ভারতবর্ষ এখন পুলিশ তান্ত্রিক ভারতবর্ষ হয়ে গেছে। মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রের প্রস্তাবিত ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পুর মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ এদিন বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপচাপ ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সম্পর্কিত প্রস্তাবিত তিনটি নতুন বিল পাশ করাতে চাইছে। অমিত শাহরা ২০২৪ সালে ফের ক্ষমতায় আসবে বলছেন। তাহলে ২০২৪ সালেই এই বিলটা পাশ করতে পারত। এখন এই বিল পাস করাতে এত তাড়াহুড়ো করছে কেন? প্রশ্ন তোলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও একধাপ এগিয়ে অধিবেশন কক্ষে বিজেপি বিধায়কদের কার্যত খোঁচা দিয়ে মন্ত্রী বলেন, আমরা সবাই রাষ্ট্রদ্রোহী হয়ে গেছি। কারণ আমরা বিজেপির বিরোধী। নাম না করে বিজেপির উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, যারা দেশটাকে ভাগ করতে চাই তারা সন্ত্রাসবাদী। দেশ ভাগ নয়, আমাদের হৃদয় ভাগ হয়েছে।
বুধবারও বিধানসভায় প্রস্তাবিত তিনটি নতুন বিলের উপরে এক ঘন্টা ফের আলোচনা হবে।





































































































































