কবে মাঠে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

0
2

কবে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া, এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। কারণ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে গোটা বিশ্বকাপ থেকে ছিটকে যান ভারতের এই তারকা অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট ভক্তরা তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন অনেকদিন ধরেই। আর সূত্রের খবর, মাঠে ফিরতে  সময় লাগবে হার্দিকের। এর কারণ হিসাবে জানা যাচ্ছে যে বিসিসিআই এবং এনসিএর তরফে হার্দিককে নিয়ে কোনও রকম তারাহুরো করতে চায় না।

সামনেই টি-২০ বিশ্বকাপ আর তাঁর আগে হার্দিককে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন ২০২৪ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই এবং এনসিএ ১৮ সপ্তাহের হাই-পারফর্ম্যান্স প্রোগ্রাম রেখেছে হার্দিকের জন্য। তাঁর ফিট হয়ে ওঠার এই প্রোগ্রামে থাকবে কার্ডিও, স্ট্রেন্থ অনুশীলন, ফাংশানাল অনুশীলন এবং বিশ্রাম।

হার্দিকে নিয়ে একটি সূত্র বলেন, “আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথ বলেছি। টি-২০ ক্রিকেটার হিসাবে তাঁর যোগ্যতা নিয়ে সন্দেহ আছে কি? নেই। আমাদের বরং যা প্রয়োজন, সেটা হল, দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা এবং ওঁকে পুরো ফিট করে মাঠে ফেরানোটা নিশ্চিত করা।” এরপরই তিনি আরও বলেন,”এটা নতুন কিছু নয়। শ্রেয়স, বুমরাহ এবং কেএল তাদের দীর্ঘ চোটেক সময়ে অনুরূপ প্রোগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলি মাথায় রেখে রুটিনটি তৈরি করা হয়েছে।”

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা