অ.সুস্থ মদন মিত্র, SSKM হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক

0
3

অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সোমবার সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।

জানা গিয়েছে, এদিন রাতের দিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তাঁর। অপেক্ষা না করে তৎক্ষণাৎ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। অবস্থা বুঝে দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা মদন মিত্রকে পরীক্ষা করে জানান তাঁর বুকে ঠান্ডা লেগে সর্দি জমেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদের কোনও আশঙ্কা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করার প্রয়োজন আছে। তাই উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। কবে ছাড়া পাবেন তৃণমূল বিধায়ক, তা এখনই কিছু জানাননি চিকিৎসকরা।

আরও পড়ুন- ফের বাংলার মুকুটে সেরার পালক, দেশে নিরাপদতম শহর কলকাতা: NCRB-র রিপোর্ট