কলকাতাগামী বিমানে যাত্রীর মৃ.ত্যু

0
2

কলকাতাগামী (Kolkata) বিমানের মধ্যেই এক যাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভকুমার জৈন (৪৩)। তিনি টলিগঞ্জের (Tollygaunge) বাসিন্দা। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ সূত্র মারফত খবর, সোমবার রাত ৯টা নাগাদ চণ্ডীগঢ় (Chandigarh) থেকে কলকাতাগামী একটি বিমান যাত্রী ছিলেন টলিগঞ্জের (Tollywood) বাসিন্দা সৌরভ কুমার জৈন। বিমানের মধ্যেই ওই ব্যক্তি অসুস্থতা বোধ করছিলেন। সে সময়ে তাঁকে জল খাওয়ানো হলে কিছুটা সুস্থ বোধ করছেন বলে চোখের পাতা বন্ধ করে রাখেন।

রাত ১০.৫৫ মিনিটে বিমান কলকাতায় অবতরণ করে। পরে যাত্রীরা বিমান থেকে নামার সময় ওই যাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় সিটে পড়ে থাকতে দেখেন। সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা খবর দেন চিকিৎসকদের। তৎক্ষণাৎ তাঁকে বিমান থেকে নামিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়।