ব্য.র্থ হল ল.ড়াই, প্র.য়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস!

0
2

টেলিভিশনে অপরাধী ধরার সময় আর ইন্সপেক্টর ফ্রেডরিকসের অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে হবে না তাঁর সতীর্থদের। অনস্ক্রিন সিআইডি (CID) অফিসার বিদায় দিলেন অফস্ক্রিন থেকেও। প্রয়াত অভিনেতা দীনেশ ফাদনিস (Dinesh Fadnis)! বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। যকৃত বিকল হওয়ার কারণেই মৃত্যু বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

৫৭ বছর বয়সী দীনেশ ‘সিআইডি’ সিরিয়ালে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন। বিপি সিং পরিচালিত এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে দীনেশ। গল্পের একাধিক পরিবর্তন চরিত্রদের রূপান্তর সত্বেও এই তিনজনের কেমিস্ট্রি দর্শকের মনে ধরেছিল। জনপ্রিয়তা নিরিখে দীনেশ ছাপিয়ে গেছিলেন বড় বড় অভিনেতাদেরও। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রথম থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আর বাড়ি ফেরা হল না অভিনেতার। শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।