ডোম সম্প্রদায়কে নতুন নামে পরিচিত করতে চান মুখ্যমন্ত্রী

0
2

রাজ্যের ডোম সম্প্রদায়কে নতুন নামে পরিচিত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় এবিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

এদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বিধানসভার স্থায়ী কমিটির রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে এ প্রসঙ্গে তিনি বলেন, ডোম নামটা আমরা তুলে নেব। এখনও এই নামটা কেন থাকবে? আমরা বস্তির নামও বদলে দিয়েছি। সেখানকার ছেলেমেয়েরা এখন গবেষণা করছেন, বড় বড় চাকরি করছেন। আমরা উন্নয়নে যাই উত্তরণে যাই। অহংকার পতনের মূল। অহংকার যেন আমাদের না গ্রাস করে।