অনন্য সম্মান পেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। দেশের নোটে ছাপানো হল বিশ্বকাপজয়ী রিচার্ডসের ছবি। জানা যাচ্ছে পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে ২ ডলারের নোটে ছাপানো হয়েছে রিচার্ডসের ছবি। ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর থেকে এই নোট পাওয়া যাবে। এই সম্মান পেয়ে আপ্লুত রিচার্ডস।
এই নিয়ে ভিভিয়ান রিচার্ডস বলেন,”এই ধরনের সম্মান সাধারণত স্বপ্নেই লোকে দেখে। আমার কাছে আজ এটা সত্যি।” এই নিয়ে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান সম্প্রদায়ের মধ্যে বিরাট প্রভাব ফেলার কারণেই স্যর রিচার্ডসকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি অ্যান্টিগাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে রিচার্ডসের ছবি দেওয়া ডলারের ছবি প্রকাশ্যে আনা হয়।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন SKY?