‘বাংলা থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর ল.ড়াই’! হলদিয়ায় মেলা উদ্বোধনে এসে মন্তব্য মদনের

0
3

‘বদলা হবে নন্দীগ্রামে’, রবিবার সন্ধ্যায় হলদিয়ায় ‘ক্ষুদিরাম জন্মোৎসব ও ক্ষুদিরাম মেলা’-র উদ্বোধনে এসে নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্র। মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের চার রাজ্যের ফলাফল প্রসঙ্গে মদন বলেন, ‘এবার লড়াই শুরু হয়ে গিয়েছে। বরং আমাদের সুবিধা হল। সতর্ক হয়ে গেলাম। এমন সতর্ক হয়ে গেলাম যে, বিজেপি আর সতর্ক হওয়ার টাইম পাবে না। তার আগেই আমরা খেলা শুরু করে দেব।’

সাংবাদিকদের মদন আরও বলেন, ‘রাজনীতিতে কিছুই শেষ কথা নয়। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চাইবে। আর বাংলা থেকেই শুরু হবে, ঘুরে দাঁড়াবার লড়াই।’ মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে বলেন, আজ আমার জন্মদিন। নিজের বিধানসভা এলাকায় না গিয়ে মেদিনীপুরের ডাকে সাড়া দিয়ে হলদিয়া এসেছি। দলকে বলেছি, শুধু মেদিনীপুরের জন্য টানা তিন মাসের আন্দোলন লাগান। দেখি সিআরপিএফ নিয়ে আর কতদিন চলবে!

আরও পড়ুন- মোদির ‘মি.থ্যাচার’! প্রতিশ্রুতি পালন অভিষেকের, বকেয়া আদায়ে ল.ড়াই চালাবে তৃণমূল