বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব। ফের বাংলার মুকুটে সেরার পালক। দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা (Kolkata)। পশ্চিমবঙ্গের (West Bengal) সামগ্রিক অপরাধের হার অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। জানাল খোদ কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুযায়ী, অপরাধ কমা ও নারী সুরক্ষায় দেশে ১ নম্বর কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিকবার এই তকমা পেল কলকাতা।
বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। অশান্তি আর হিংসার অভিযোগ নিয়ে দিল্লি ছুটেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর তাঁদের কথায় কানভারি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে পাঠিয়েছে মোদি সরকার। আর সেই কেন্দ্রীয় সরকারই এবার জানাল, সব রকম অপরাধ কমার নিরিখে দেশের মধ্যে সেরা কলকাতা। রীতিমতো তথ্য-পরিসংখ্যান দিয়ে তা প্রকাশ করেছে কেন্দ্র।
সম্প্রতি NCRB-র রিপোর্টে প্রকাশ, অন্যান্য অপরাধের পাশাপাশি পথ দুর্ঘটনায় মৃত্যুর হারও দেশের অন্যান্য শহরের থেকে কলকাতায় অনেকটাই কম। কলকাতায় এই হার ১.৫ মাত্র। সেখানে গত তিন বছরের পরিসংখ্যান কলকাতায় অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হরে কমেছে। ২০২০ সালে যেখানে অপরাধের সংখ্যা ছিল ১৮ হাজার ২৭৭টি, সেখানে ২০২১ সালে এই সংখ্যা ১৪ হাজার ৫৯১টি। ২০২২ সালে সেই গ্রাফ নেমে দাঁড়িয়েছে ১২ হাজার ২১৩-এ। সেখানে দিল্লিতে গত বছর অপরাধের সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৫৫৫। আর বিজেপির ডবল ইঞ্জিন সরকারের গুজরাট, উত্তর প্রদেশ সব জায়গায় অপরাধের হার বাংলা তুলনায় অনেক বেশি। গুজরাটের আমেদাবাদে ৫৩ হাজার ৮৪৫, সুরাটে ৫৫ হাজার ৩০০, মধ্যপ্রদেশের ইন্দোরে ২৭ হাজার ১২৭, রাজস্থানের জয়পুরে ৩৬ হাজার ৯৬১, উত্তরপ্রদেশের লখনউয়ে ১৯ হাজার ৫৮, কানপুরে ১৫ হাজার ২৬০।
তথ্য অনুযায়ী, নারীদের জন্য সব থেকে অসুরক্ষিত শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে ৪ শতাংশ। একইসঙ্গে শিশু, তপশিলি, উপজাতিদের উপরেও অত্যাচারের পরিমাণ বেড়েছে। এই দিল্লির আইনশৃঙ্খলার ভার রয়েছে খোঁজ অমিত শাহের হাতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের উপর।
আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা উধাও, শহরে তল্লাশি সিবিআইয়ের
রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে সারাদেশে মহিলাদের উপর ৩,৭১,৫০৩টি অপরাধ ঘটে। সেই সংখ্যা ২০২১ সালে বেড়ে হয় ৪,২৮,২৭৮টি। ২০২২ সালে আরও ৪ শতাংশ বেড়ে তা হয় ৪,৪৫,২৫৬টি। তবে শুধু মহিলাদের উপর নয়, অত্যাচারের পরিমাণ বেড়েছে শিশু, তপশিলি, উপজাতিদের ক্ষেত্রেও। সেক্ষেত্রে পরিসংখ্যান বলছে, ২০২২ সালে শিশুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে ১,৬২,৪৪৯টি। ২০২১-র তুলনায় ২০২২ সালে ৮.৭ শতাংশ বেড়েছে এই পরিমাণ।
তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ২০২১ সালে দেশে অত্যাচারের ঘটনা ঘটেছিল ৫০,৯০০টি, ২০২২ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫৭, ৫৮২টিতে। যা শতাংশের হিসেবে হয় ১১.১ শতাংশ।
এদিকে, ধর্ষনের ঘটনায় শীর্ষে রয়েছে রাজস্থান। ২০২২ সালে ৫,৩৯৯টি ধর্ষনের ঘটনা ঘটেছে। এরপরেই নাম রয়েছে উত্তরপ্রদেশের। দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ১,২১২টি। খুনের ঘটনাতেও প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ ও বিহার।