সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দক্ষিণে তেলেঙ্গানায় মুখরক্ষা হলেও বাকি চার রাজ্যে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস। লোকসভা ভোটের আগে কার্যত শোচনীয় পরাজয়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে চেনা জমিতেও ফসল ফলাতে ব্যর্থ কংগ্রেস। আর মিজোরামে তো দাঁত ফোটাতে পারেনি।
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ৬ ডিসেম্বররে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে এখনও পর্যন্ত ডাকই পায়নি তৃণমূল কংগ্রেস। এমনটাই খবর ঘাসফুল শিবির সূত্রে। অর্থাৎ হাতে মাত্র একদিন। ফলে জোটের বৈঠকে তৃণমূল কংগ্রসের যোগ দিয়েও নিয়ে তৈরি হয়ে গেল ধোঁয়াশা।